Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাউল সম্রাট লালন শাহের মাজার
বিস্তারিত

লালন শাহের মাজার কুষ্টিয়া শহর হতে ৪ কিঃমিঃ দূরে অবস্থিত। মাজার টি কুষ্টিয়া শহরের সাথে সড়কপথে সংযুক্ত। লালনের বিভিন্ন সংগীত ও লালনের ছবি সম্বলিত নানাবিধ কারুকাজে পরিপূর্ণ বিভিন্ন রকমের হস্তশিল্পের সমাহার রয়েছে লালনের মাজার সংলগ্ন দোকান গুলিতে। রয়েছে কালিগঙ্গা নদীর নয়নাভিরাম দৃশ্য। কালিগঙ্গা নদীর পাশে পর্যটকদের বসার সুব্যবস্থা রয়েছে।লালনের আগত অতিথিদের জন্য প্রায়শই গান পরিবেশন করে থাকেন লালনের জাত শিল্পীরা। উক্ত পরিবেশনা থাকে উন্মুক্তএবং যে কোন ব্যাক্তি উক্ত পরিবেশনা উপভোগ করতে পারেন। এছাড়াও লালনের অডিটোরিয়ামের নিচে রয়েছে লালনের ভক্ত সাধুদের থাকার সুব্যবস্থা। মুক্তপ্রান্তরে সারা দিনমান তারা আপন মনে পরিবেশন করে যায় লালনের হাজার মর্মভেদী সংগীত যা আগত অতিথিদের মন কেড়ে নেয় অতি সহজে এবং আবিষ্ট করে এক রহস্যময় আবেশে।

লালন এবং তার কিছু ভক্তদের কবর স্থান।

বাউল সম্রাট লালন শাহের মাজার চাপড়া ইউনিয়ন এ ছেঁউড়িয়া গ্রামে অবস্থিত।

গ্রামঃ ছেঁউড়িয়া, ডাকঘরঃ মোহিনী মিলস্, ইউনিয়নঃ চাপড়া, উপজেলাঃ কুমারখালী, জেলাঃ কুষ্টিয়া।