Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত বিধিমালা

২০০৬ সনের ১৯ নং আইন

দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ ও বিবদের সহজ ও নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত গঠন এবং এতদ সংক্রান্ত বিষয়বলী সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

(১) সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন এবং প্রয়োগ। (১) এই আইন গ্রাম আদালত আইন, ২০০৬ নামে অভিহত হইবে।

(২) ইহা অভিলম্বে কার্যকর হইবে।

(৩) ইহা কেবল মা এ ইউনিয়নের এখতিয়ার ভূক্ত এলাকায় প্রযোজ্য হইবে

২। সংচ্ঞা–বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু নাখাকিলে, এই আইনে-

(ক) ‍‍‍‍‍‌আমল যোগ্য অপরাধ অর্থর দারীকার্য বিধিতে সংজ্ঞায়িত cognizable offence;

(খ) “ইউনিয়ন‍‍‍‍‍‌‌‌‍‍‍‍‍‍‍‍”আর্থ The Local Government (union parishads)

Ordinance, 1983 (Ordinance No. LI of 1983) এবsectic2 এর

clause(26) এ সংজ্ঞায়িত ইউনিয়ন;

(গ)‍ ইউনিয়ন পরিষদ অর্থ The Local Government ( union parishads)

 Ordinance, 1983 (Ordinance No. LI of 1983)এর  section 2 এর  clause (27) এ সংজ্ঞায়িত ইউনিয়ন পরিষদ:

(ঘ) এখতিয়ার সম্পূর্ন সরকারিজজ আর্থ যে সরকারিজজের এখতিয়ার ভূক্ত সীমানার মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নটি অবস্থিত সেই সরকারিজজ এবং যে ক্ষেত্রে অনুরূপ কনিষ্টতম সহকারিজজ;

(ঙ) গ্রাম আদালত অর্থধারা ৫ এর অধীন গঠিত গ্রাম আদালত;

(চ) চেয়ারম্যান অর্থ গ্রাম আদালতের চেয়ারম্যান;

(ছ) তফসিল অর্থ এই আইনের তফসিল;

(জ) দন্ডবিধি অর্থ Penal code, 1860 (Act xlv of 1860);

(ঝ) দেওয়ানী কার্যবিধি অর্থ Code of civil procedure, 1908 (Act v of 1908);

(ঞ) নির্ধারিত অর্থবিধিদ্বারা নির্ধারিত;

(ট) পক্ষ অর্থে এমন কোন ব্যক্তি অন্তভূক্ত হইবে, যাহার উপস্থিতি কোন বিবাদের সঠিক মীমাংসার জন্য প্রয়োজনীয় বলিয়াবিবেচিত হয়, এবং গ্রাম আদালত যাহাকে অনুরূপ বিবাদের একটি পক্ষ হিসাবে সংযুক্ত করে;

(ঠ) ফৌজদারী কার্যবিধি অর্থ Code of criminal procedure, 1898 (Act v of 1898);

(ড) বিধি অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(ঢ) সিদ্ধান্ত অর্থ গ্রাম আদালতেরকোনসিদ্ধান্ত;

৩। গ্রাম আদালত কর্তূক বিচার যোগ্য মামলা।–(১) ফৌজদারী কার্যবিধি এবং দেওয়ানী কার্যবিধিতে যাহাই কিছু থাকুত নাকেন তফসিলের প্রথম অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কি তফৌজদারী মামলা এবং দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়াবলী সম্পর্কিত দেওয়ানী মামলা অতঃপর ভিন্নরক মবিধান না থাকিলে, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য হইবে এবং কোন ফৌজদারীবা দেওয়ানী আদালতের অনুরূপ কোন মামলা বা মোকদ্দমার বিচারকরিবার এখতিয়ার থাকিবে না।

২। গ্রাম আদালত কর্তৃক তফসিলের প্রথম অংশে বর্ণিত কোন অপরাদের সহিত সম্পর্কিত কোন মামলা বিচার্য হইবেনা যদি উক্ত মামলায় আমল যোগ্য কোন ব্যক্তি দোষীসাব্যস্ত হইয়া ইতো পূর্বে গ্রাম আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হইয়া থাকেন অথবা তাফষিলের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়াবলীর সহিত সম্পর্কিত কোন মামলা ও গ্রাম আদালত কর্তৃক বিচার্য হইবে না, যদি-

(ক) উক্ত মামলায় কোন নাবালকের সার্থজড়িয়ে থাকে;

(খ) বিবাদের পক্ষগনের মধ্যে সম্পাদিত কোন চুক্তিতে সালিশের বাবিরোধ নিষ্পত্তির বিধান থাকে;

(গ) সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা কর্তব্য পালনরত কোন সরকারি কর্মচারি উক্ত বিবাদের কোন পক্ষ হয়;

৩।যেস্থাবরসম্পত্তিরদখলঅর্পনকরিবারজণ্যগ্রামআদালতকর্তৃকআদেশপ্রদানকরাহইয়াছেঐস্থাবরসম্পত্তিতেস্বর্তপ্রতিষ্ঠাকরারবাউহারদখলপুনরূদ্ধারেরজন্যকোনমোকাদ্দমাবাকার্যধারারক্ষেত্রেউপ-ধারা(১) এরবিধানবলীপ্রযোজ্যহইবেনা।

৪।গ্রামআদালতগঠনেরআবেদন।–(১) যেক্ষেত্রেএইআইনেরঅধীনকোনমামলাগ্রামআদালতকর্তৃকবিচারযোগ্যহয়সেইক্ষেত্রেবিরোদেরযেকোনপক্ষউক্তমামলাবিচারেরনিমিত্তেগ্রামআদালতগঠনেরজন্যসংশিষ্টইউনিয়নপরিষদেরচেয়ারম্যাননিকট, লিখিতকারনদর্শইয়াউক্তআবেদননাকচনাকরিলে, নির্ধারিতপদ্ধতিতেএকটিগ্রামআদালতগঠনউদ্যোগ  গ্রহনকরবেন।

(২)উপ-ধারা(১) এরঅধীনআবেদননামঞ্জরেরআদেশসংক্ষুব্ধব্যক্তিউক্তআদেশেরবিরূদ্ধেনির্ধারিতপদ্দতিতেওনির্ধারিতসময়েরমধ্যেএখাতয়ারসম্পূর্নসরকারিজজআদালতেরিভিশনকরিতেপারিবেন।

গ্রামআদালতগঠন, ইত্যাদি।–(১) একজনচেয়ারম্যানএবংউভয়পক্ষকর্তৃকমনোনীতদুইজনকরিয়ামোটচারজনসদস্যলইয়াগ্রামআদালতগঠিতহইবেঃ

তবেশর্তথাকবেপ্রত্যেকপক্ষকর্তৃকমনোনীতদুইজনসদস্যেরমধ্যেএকজনসদস্যকেসংশিষ্টইউনিয়নপরিষদেরসদস্যহইতেহইবে।

(২) ইউনিয়নপরিষদেরচেয়ারম্যানগ্রামআদালতেরচেয়ারম্যানহবেন।তবেযেক্ষেত্রেকোনকারণবশতঃচেয়ারম্যানহিসাবেঅসমর্থহন  কিংবাতাহারনিরাপেক্ষতাসম্পর্কেকোনপক্ষকর্তৃকপ্রশ্নউথাপিতহয়সেইক্ষেত্রে, নির্ধারিতপদ্ধতিতে,উপধারা(১) এউল্লেখিতসদস্যব্যতীতউল্লেখিতসদস্যব্যতীতউক্তইউনিয়নপরিষদেরঅন্যকোনসদস্যগ্রামআদালতেরসদস্যহইবেন।

(৩) বিবাদেরকোনপক্ষেযদিএকাধিকব্যক্তিথাকেনতবেচেয়ারম্যানউক্তপক্ষভূক্তব্যক্তিগণকেতাহাদেরপক্ষেরজন্যদুইজনসদস্যমনোনীতকরতেআহবানজানাবেনএবংতাহারাযদিঅনুরূপমনোনয়নেরব্যর্থহনতবেতিনিউক্তব্যক্তিগনেরমধ্যেহইতেযেকোনএকজনকেসদস্যমনোয়নকরারজন্যক্ষমতাপ্রদানকরিবেনএবংতদানুযায়ীঅনুরূপক্ষমতাপ্রাপ্তব্যক্তিসদস্যমনোয়নকরবেন।

(৪)উপধারা(১)এযাহাকিছুইথাকুকনাকেনবিবাদেরকোনপক্ষচেয়ারম্যানেরঅনুমতিলইয়াইউনিয়নপরিষদসদস্যেরপরিবর্তেঅন্যকোনব্যক্তিকেগ্রামআদালতেরসদস্যহিসাবেমনোনয়নকরিবেন।

(৫) এইধারারঅন্যান্যবিধানেযাহাকিছুথাকুকনাকেনযদিনির্ধারিতসময়েরসদস্যমনোয়নকরানাহয়, তবেঅনুরূপসদস্যব্যতিরেকেইগ্রামআদালতগঠিতহইবেএবংউহাবৈধভাবেউহারকার্যক্রমচালাতেপারবে।

৬।গ্রামআদালতেরএখতিয়ার, ইত্যাদি।-(১) যেইউনিয়নেঅপরাধসংঘটিতহইবেবামামলারকারনউদ্ভবহইবে, বিবাদেরপক্ষগনসাধারণতঃসেইইউনিয়নেরবাসিন্ধাহইলে, যেইউনিয়নেরমধ্যেঅপরাথসংঘটিতহইবেবামামলারকারন উদ্ভবহইবেসেইইউনিয়নেগ্রামআদালতগঠিতহইবে  

তবেপক্ষগনইচ্ছাকরিলেনিজইউনিয়নহতেপ্রতিনিধিমনোনিতকরিতেপারবে।

(৭) গ্রামআদালতেরক্ষমতাঃ- (১)এইআইনেভিন্নররূপকোনবিধাননাথাকিলেগ্রামআদালততফসিলেরপ্রথমঅংশেবর্ণিতঅপরাধসমুহেরক্ষেত্রেকোনব্যক্তিকেকেবলমাত্রঅনধিকপচিঁশহাজারটাকাক্ষতিপূরনপ্রদানেরআদেশপ্রদানকরিতেপারিবে।(২) গ্রামআদালততফসিলেরদ্বিতীয়অংশবর্ণিতবিষয়াবলীরসহিতসম্পর্কিতকোনমামলার  অনুরূপবিষয়েতফসিলেউল্লিখিতপরিমানঅর্থপ্রদানেরজন্যআদেশপ্রদানক