পরিবার পরিকল্পনা কর্মিরা নিমিয়ত ভাবে ইউনিয়নের মা ও শিশু মাঝে স্থাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। গর্ভকালিন এক জন মাকে কি খাবার দিতে হবে কি ভাবে গর্ভপতি মা কে সেবা দিতে হবে। শিশুর বিভিন্ন টিকা দিতে মানুষের মাঝে সচেতন করা। সময় মত শিশুকে দিতে টিকা সাহার্য করা। এবং গর্ভকালিন সময় ও শিশুকে সময় মত টিকা দিতে সকল ওয়ার্ডে টিকা ক্যাম করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস