Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আইনশৃঙ্খলা মাসিক সভা

সভার কার্য্য বিবরণীর অনুলিপি

 

প্রতিষ্ঠনের নামঃ ৬নং চাপড়া ইউনিয়ন পরিষদ

সভার স্থানঃ  ইউপি ভবন                              তারিখঃ ২৭/০৪/২০১৬

 

ক্রামক নং

উপস্থিত সদস্যদের নাম

পদবী

মোঃ এনামুল হক মনজু

চেয়ারম্যান

নুর মহম্মদ

সদস্য

মোঃ আসাদুর রহমান শাহিন

সদস্য

মোঃ আব্দুল হাই

সদস্য

মোঃ ফরজ আলী

সদস্য

মোঃ ডাবলু

সদস্য

ফিরোজ আহম্মেদ

সদস্য

মোঃ ইছাহক আলী

সদস্য

মোঃ মোতাহার আলী

সদস্য

১০

মোছাঃ ছালেহা খাতুন

সংরক্ষিত সদস্য

১১

মোছাঃ আনোয়ারা খাতুন

সংরক্ষিত সদস্য

১২

মোছাঃ ওরিনা খাতুন

সংরক্ষিত সদস্য

 

আলোচ্য বিষয়ঃ আইনশৃঙ্খলা

     অদ্যকার আইনশৃঙ্খলা সভার সভাপতি জনাব মোঃ এনামুল হক মনজু ইউপি চেয়ারম্যান সভাপতিত্বে সভার কাজ আরম্ভব করা হইল। সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের ধনবাদ জানিয়ে তাদের স্ব স্ব ওয়ার্ডের আআনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। জবাবে ওয়ার্ডের আইশৃঙ্খলা পরিস্থিতি মোটামোটি সন্তোষজনক।

 

অতঃপর সভাপতি সাহেব সকল সদস্যকে উদ্দেশ্য করে বলেন যে, অত্র ইউপির কোথাও কোন নারী নির্যাতন, শিশু পাচার, ইভটিজিংয়ের মত আইন বিরোদী কোন ঘটনা ঘটলে ইউপির মাধ্যমে উদ্ধর্তন কর্তৃটক্ষকে জানাতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।এবং সভাপতি সাহেব আরও জানান যে আইশৃঙ্খলা পরিস্থিতি যাহাতে ভাল থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে ।

 

     অদ্যকার সভায় আর কোর জরুরি আলাপ না থাকায় সভাপতি সাহেব সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোসনা করেন।