ক্রমিক নং | ইউনিয়ন পরিষদের কার্যাবলী |
| |
১। ইউনিয়ন পরিষদের কার্যাবলী | |
ক) খ) গ) ঘ) | পৌর কার্যাবলী; পুলিশ ও পরিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত কার্যাবলী; রাজস্ব ও সাধারণ প্রশাসন বিষয়ক কার্যাবলী; এবং উন্নয়নমূলক কার্যাবলী। |
| |
উল্লেখিত কার্যাবলীকে বৃহৎভাবে দুটি ভাগে ভাগ করা যায়। যেমন, | |
ক) খ) | বাধ্যতা মূলক কার্যাবলী; এবং ঐচ্ছিক কার্যাবলী। |
| |
বাধ্যতামূলক কার্যাবলী | |
১।
২। ৩।
৪। ৫। ৬।
৭।
৮। ৯। ১০। | ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা করা এবং তা রক্ষা করা। অপরাধ, অনিয়ম ও চোরা-চালান প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ; কৃষি, বন, মৎস্য পশু-পালন, শিক্ষা, স্বাস্থ্য, কুটির-শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিষয়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন; পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকে উৎসাহিত করা; স্থানীয় সম্পদের উন্নয়ন ও ব্যবহার; রাস্তা, পুল, খাল, বাধ, টেলিফোন ও বৈদ্যুতিক লাইন ইত্যাদি সরকারী সম্পদেরসংরক্ষণ ও নিরাপত্তা বিধানকরা; ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকান্ড পর্যালোচন এবং সে সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটসুপারিশ প্রেরণ করা; স্বাস্থ্যসম্মত লেট্রিন স্থাপনের জন্য আলোচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধকরণ; জন্ম, মৃত্যু, অন্ধ, ভিখারী ও দুঃস্থদের নিবন্ধীকরণ; ও সব ধরনের জরীপ পরিচালনা। |
| |
ঐচ্ছিক কার্যাবলী | |
১।
২। ৩।
৪।
৫। ৬। ৭। ৮। ৯। ১০।
১১। ১২। ১৩। ১৪। ১৫। ১৬।
১৭। ১৮।
১৯। ২০। ২১। ২২। ২৩। ২৪।
২৫।
২৬। ২৭। ২৮। ২৯।
৩০। ৩১। ৩২। ৩৩। ৩৪। ৩৫। ৩৬। ৩৭।
৩৮।
| জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষাণাবেক্ষন করা; জন সাধারণের ব্যবহার উপযোগী সরকারী স্থান, খোলা জায়গা, উদ্যান এবঙ খেলার মাঠের ব্যবস্থা ওরক্ষণাবেক্ষণ সুযোগ; জনপথ, রাজপথ, ও বিভিন্ন সরকারী স্থানে আলোর ব্যবস্থা করা: সাধারণ ভাবে বৃক্ষ রোপন ও সংরক্ষণ, বিশেষ করে রাস্তা ও জনগনের ব্যবহৃত জায়গায় বৃক্ষ রোপন ও সংরক্ষণ: জন সাধারণের প্রয়োজন অনুসারে শ্মশানঘাট ও কবর স্থানের, সভানুষ্ঠানের এবং অন্যান্য কাজে প্রয়োজনীয়স্থানের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা ও তা রক্ষণাবেক্ষণ; সরকারী রাস্তা-ঘাট ও অন্যান্য জায়গা অবৈধ ব্যবহার প্রতিহত ও নিয়ন্ত্রণ করা: সরকারী রাস্তা-ঘাট ও অন্যান্য স্থানে যে কোন প্রকার উপদ্রব প্রতিহত ও দুর করা; ইউনিয়নের পরিচ্ছন্নতার রক্ষার উদ্দেশ্য স্বাস্থ্য সম্মত পয়ঃব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা; এলাকার আবর্জনা সংগ্রহ করে দূর করার ব্যবস্থা ও রাস্তা-ঘাট পরিস্কার রাখারব্যবস্থা নিয়ন্ত্রণ করা; অপরাধমূলক ও ক্ষতিকারক ব্যবসা নিয়ন্ত্রণ করা; মৃত পশুর দেহাবশেষ অপসারণ ও নিয়ন্ত্রণ করা; পশু জবাই নিয়ন্ত্রণ করা; ইউনিয়নে দালান নির্মাণ ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রন; দালান বা যে কোন ঝুকিঁপূর্ণ নির্মাণ নিয়ন্ত্রণ; পানি সরবরাহ নিশ্চিত করার জন্য কুয়া, পুকুর, দিঘী, পানির-পাম্প এবংঅন্যান্য ব্যবস্থার সুযোগ সৃষ্টি ওরক্ষনাবেক্ষণ; পানীয় জলের উৎস যাতে সংক্রমিত না হয় তা প্রতিহত করার ব্যবস্থা; জন-স্বাস্থের জন্য ক্ষতিকারক পানির উৎস যেমন-কুয়া, পুকুর ও অন্যান্য উৎসথেকে পানির ব্যবহারনিষিদ্ধকরণ; পানীয় জলের উৎসের কাছে বা উৎসে যাতে গৃহপালিত পশুর গোসল বা অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত না হয় তানিয়ন্ত্রণ করা; পুকুর বা অন্য কোন পানির উৎসের কাছাকাছি জায়গায় ধান, পাট বা অন্য কোন উদ্ভিদ পানিতে ভেজানোরব্যাপারে নিষেধাজ্ঞা জারী বা নিয়ন্ত্রণ করা; জন-বসতি এলাকায় চামড়া প্রক্রিয়াজাত বা রং করা বিষয়ে নিষেধাজ্ঞা জারী বা নিয়ন্ত্রণ করা; জন-বসতি এলাকা থেকে পাথর বা অন্য কোন দ্রব্য খনন করে উত্তোলন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারী বাতা নিয়ন্ত্রণ করা; জন-বসতি এলাকায় ইটের ভাটা, কুমারের কাজ বা ও অন্য কোন ভাটা তৈরীর ব্যাপারে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণকরা; গবাদি পশু বা অন্র কোন পশু বিক্রয় রেজিষ্ট্রেশন করা; মেলা বা অন্য কোন প্রদর্শনের ব্যবস্থা করা; জনসাধারণের উৎসব উদযাপন করা; দুর্যোগ, যেমন-বন্যা, অতি বর্ষণ, ভূমিকন্প, আগুন লাগা বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্যরিলিফ প্রদান ব্যবস্থা করা; বিধবা, মাতৃ-পিতৃহীন ছেলে মেয়ে, দরিদ্র ও অসহায় ব্যক্তির জন্য রিলিফের ব্যবস্থা করা; জনগণের জন্য খেলাধুলার ব্যবস্থার উন্নতি সাধন; সমবায় আন্দোলন, গ্রামীণ শিল্প-কারখানা, সমাজ-উন্নয়ন ইত্যাদি উৎসাহিত ও উন্নয়ন সাধন; খাদ্য-উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকে উৎসাহিত করা; পরিবেশ-সংরক্ষণ ব্যবস্থার সুযোগ রাখা; গবাদি পশুর খোয়াড়ের ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ; প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা রাখা; লাইব্রেরী ও পড়ার জায়গার ব্যবস্থা রাখা; ইউনিয়ন পরিষদের মত একই ধরণের কাজ করছে সে রকম প্রতিষ্ঠানের সাথে সহযোগীতা করা; উপজেলা পরিষদের নির্দেশ অনুযায়ী শিক্ষার উন্নয়নে সহায়তা করা; এবং ইউনিয়নে বসবাসকারী বা আগত অতিথিদের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যানমূখী কাজ, আরাম, ও সুবিধা প্রদানেরজন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস